তিস্তা চুক্তি হয়ে গেছে ১০ বছর আগে
জ্যৈষ্ঠ প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তিস্তা চুক্তি হয়ে গেছে ১০ বছর আগে। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো উনি (নরেন্দ্র মোদি) আসছেন। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীর নেতা আসছেন।’
মোমেন আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সবসময়, প্রত্যেকদিন আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তখন আলোচনা হয়েছে। এছাড়া সচিব পর্যায়ে নিয়মিতই আলোচনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাণিজ্য, এটি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিনের মধ্যেই এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
আজ শনিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
অন্য দেশের নেতাদের আসার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ছাড়াও আরও চার দেশের নেতারা আসছেন। আমরা বিরাট উৎসব করব। যারা আসতে পারছেন না, তারা ভিডিও বার্তা দেবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হবে, তখন যে বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে সেগুলো যাতে বাস্তবায়নে দেরি না হয়, সেটি তিনি তুলে ধরবেন।’