ট্রেনিং প্রজেক্টের সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০২১: ইউসেপ বাংলাদেশ

0

দিনবদল নিউজ ডেস্ক :

১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলের সাদ্দাম মার্কেটের মাতুয়াইল প্রাঙ্গণে ইউসেপ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিল) স্কিলস ট্রেইনিং প্রজেক্টের রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের ১ম ব্যাচের সনদপত্র বিতরণী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। আবাসিক এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে এস.ডি.জি অর্জনে ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব আবু নাসের চৌধুরী-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আলম খান, পরিচালক, গাজী গ্রুপ, এম. এ. বাকার, চীফ অপারেটিং অফিসার, মেঘনা গ্রুপ, মোঃ শামীম ইমাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, অনন্ত হোয়াশিয়াং লিঃ, জনাব কাজী আজিজুল ইসলাম-পরিচালক, নাসা গ্রুপ, জনাব মোঃ দিদারুল আলম চৌধুরী, পরিচালক-প্রোগ্রাম এন্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। অতিথিবৃন্দ গ্রাজুয়েটদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ইউসেপ বাংলাদেশ এর দক্ষ মানব সম্পদ তৈরীতে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুর রহমান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *