টিকা নিলেন জনপ্রিয় গীতি কবি হাসান মতিউর রহমান।

0

বিশেষ রিপোর্ট:

বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ।

এবার টিকা নিলেন জনপ্রিয় গীতি কবি হাসান মতিউর রহমান। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” বিখ্যাত এই গান সহ শতাধিক জননন্দিত গানের গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান নিজেই খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, নিজে উদ্যোগী হয়েই করোনার টিকা নিয়েছেন। সেই সঙ্গে এ তারকা দেশবাসীকে মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দেন।

হসান মতি আরও বলেন,আমি শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই আমি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে আজ (১৭ ফেব্রুয়ারি) টিকা নিলাম।’

বুধবার দুপুর ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউতে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। সেখানকার একজন নার্স টিকা পুশ করেন তার বাম বাহুতে। টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন বিখ্যাত এই গিতিকবি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *