সেরা ক্রীড়াবিদদের মাঝে নিজেকে গর্বিত মনে হচ্ছে : অর্থমন্ত্রী

Muhit-LS20170130215953

দিনবদল ডেক্স: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি আসছি তাতে খুশি লাগছে, তবে চলে যাব বেদনা নিয়ে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড আয়োজন করেছে।

অর্থমন্ত্রী বলেন, আজ এ প্রোগ্রামে আসার পরে ভালো লাগছে। সেরা ক্রীড়াবিদদের মাঝে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তবে এ অনুষ্ঠান থেকে চলে যাব তা বেদনাদায়ক।

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির সেরা খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকদের পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেয়া হয়েছে। দু’বছর মিলিয়ে ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

২০১৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন, বর্ষসেরা ক্রীড়াবিদ মোস্তাফিজুর রহমান, সেরা ক্রিকেটার: মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ু: মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চার : তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ: সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক : ইউসুফ আলী, বর্ষসেরা কোচ : সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান : ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা : আমিনুল হক মনি।

২০১৬ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওপেনার তামিম ইকবাল। ২০১৬ এর বর্ষসেরা ক্রীড়াবিদ এসএ গেমসে বাংলাদেশকে দু’টি স্বর্ণপদক বিজয়ী মাহফুজা খাতুন শিলা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *