আল জাজিরার প্রতিবেদনের ভুল আমরা তুলে ধরব: পররাষ্ট্রমন্ত্রী
আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। প্রতিবেদনটি আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু। আমরা সেটার জন্য কাজ করছি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব থা বলেন।
আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ তদন্ত করতে বলেছে, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।