লুব-রেফ : ৫০ টাকার ওপরে বিডিং করা বিনিয়োগকারীদের তলব

0

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণ করা ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেই সঙ্গে বিডিংয়ে যেসব যোগ্য বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার কিনতে ৫০ টাকার ওপরে দর প্রস্তাব করেছে তাদের ব্যাখ্যা দেয়ার জন্য তলব করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, যেসব যোগ্য বিনিয়োগকারীরা লুব-রেফের শেয়ারে ৫০ টাকার ওপরে বিডিং করেছে সেসব বিনিয়োগকারী কমিশনের নির্দেশনা (ডাইরেক্টিভ নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৪, ডেটেড ২০ ফেব্রুয়ারি, ২০১৮) অনুযায়ী বিডিং করেছে কিনা, সে বিষয়ে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে কোম্পানিটিকে আইপিওতে শেয়ার ছাড়ার অনুমোদন দেয়ার বিষয়ে বিএসইসির মুখপাত্র জানান, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে চার কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতির নিলামে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণ হয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহে মোট চার কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *