তামিমকে নিয়ে বিদ্রুপ পাকিস্তানের সাবেক অধিনায়কের

0

দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সকে ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ সূচনা এনে দিয়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। তার স্কোরটা বড় না হলেও সূচনা যে ভালো এনে দিয়েছিলেন, সে কারণে জয়ও পেয়েছিল তামিমের দল লাহোর কালান্দার্স।

ফাইনালে করাচি কিংসের বিপক্ষে নিজেকে মেলে ধরার অপেক্ষায় বাংলাদেশ দলের এই হার্ড হিটার ব্যাটসম্যান। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সব সময়ের সমালোচক, পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল উল্টো বিদ্রুপ করে বসলেন তামিম ইকবালকে।

করাচি কিংসের বিপক্ষে ফাইনালের আগে লাহোর কালান্দার্সের একাদশ বাছাই করতে যান আমির সোহেল। সেখানে দেখা গেলো, তিনি তার বাছাই করা একাদশে রাখেননি তামিম ইকবালকে। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে তিনি রেখেছেন পাকিস্তানি শারজিল খানকে। অথচ, এই শারজিল খান রয়েছেন পুরোপুরি অফ ফর্মে।

তামিম ইকবাল বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের সঙ্গে যুক্ত। বিপিএলের ফাইনালেও তার ব্যাট থেকে বেরিয়ে আসে সেঞ্চুরি এবং নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তানের মিডিয়াতেও বেশ আলোচনা তামিমকে নিয়ে। অথচ সেই তামিমকেই কি না আমির সোহেল তার বাছাই করা একাদশেই রাখতে রাজি নন।

শুধু নিজের একাদশ থেকে বাদ দিয়ে অসম্মানিতই করেননি, মুখেও বিদ্রুপ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক নিয়ে। পাকিস্তানের জিও নিউজে প্রকাশি সংবাদ থেকে জানা যাচ্ছে, এক সমর্থক আমির সোহেলকে জিজ্ঞাসা করেন, কেন তিনি তামিমকে রাখেননি একাদশে?

জবাবে আমির সোহেল বলেন, ‘তামিম বড় ম্যাচের খেলোয়াড় নন। বড় ম্যাচে তিনি কখনও রান করতে পারেন না। আগের বছরগুলোতে তার খেলা ফাইনালগুলোর পরিসংখ্যানের দিকে তাকান! দেখবেন রান নেই (অথচ, বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তামিম)। তবে আপনি তাকে একটি সুযোগ দিয়েও দেখতে পারেন (করাচি কিংসের বিপক্ষে ফাইনালে)।’
আমির সোহেলের এই বিদ্রুপ ফাইনালের আগে তামিমের কানে পৌঁছাবে কি না জানা নেই। তবে, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আশা, ফাইনালে জ্বলে উঠে আমির সোহেলের মুখে চুনকালি মেখে দেবেন তামিম ইকবাল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *