করোনা চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইউনিট সহ নির্ধারিত রাজধানীর ১০ হাসপাতাল

0

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন,এর মধ্যে দুজন চিকিৎসক। এ-নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮জনে। এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতাল নির্মান করার পরিকল্পনা করেছে সরকার।
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, এখন পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য ১০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতালগুলো হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিট -০১৮১৯২২০১৮০, যাত্রাবাড়ীতে সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল -০১৭৭৭৭৭১৬২৫, আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল-০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০, কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল-০১৭২৬৩২১১৮৯, মিরপুর মেটারনিটি হাসপাতাল-০২৯০০২০১২, নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতাল-০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬, কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল-০২৫৫০০৭৪২০, উত্তরায় কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল -০১৯৯৯৯৫৬২৯০।

এদিকে আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছেন, নম্বর দু’টি হলো ০১৯৪৪৩৩৩২২২ ও ০১৯৪৪৩১০৬৫৫।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *