২৭ আষাঢ় ১৪৩০বঙ্গাব্দ,
১১ জুলাই ২০২৩ইং
নৌকার কোনো প্রতিদ্বন্দ্বী নেই: আরাফাত
মহানগর প্রতিনিধিঃ
নৌকার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
মঙ্গলবার রাজধানীর মাস্টারটেক ও মানিকদী নামাপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
আরাফাত বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। নৌকা মার্কার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে। বিএনপি-জামায়াত এবং তাদের দোসর দেশবিরোধী, স্বাধীনতাবিরোধীরাই মূলত আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, আমি ঢাকা-১৭ আসনের আওতাধীন সকল এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তাদের প্রত্যাশা শুনেছি। আমাদের ধীরে ধীরে সকল সমস্যার সমাধান করতে হবে।
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, মানিকদী নামাপাড়া ও মাস্টারটেক এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে এবং রাস্তাগুলোও অনেক গিঞ্জি।পর্যায়ক্রমে সকল সমস্যার সনাধান করা হবে। বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না।
জনগণের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।
অধ্যাপক আরাফাত বলেন, তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেব।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।