২১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
০৫ জুলাই ২০২৩ইং,
সুপ্রিম কোর্ট প্রতিনিধিঃ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন
সুপ্রিমকোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
১৯৪৮ সালে চট্টগ্রামে কামাল উদ্দিন আহমেদের জন্ম। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *