অভিযোগ ও মতামত শুনতে গণশুনানি করবেন প্রধান তথ্য কর্মকর্তা।

0

দিনবদল নিউজ ডেস্কঃ

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত শুনতে গণশুনানি করবেন প্রধান তথ্য কর্মকর্তা। আগামী রোববার (১৪ মার্চ) এই গণশুনানি হবে।

মঙ্গলবার (৯ মার্চ) একটি অফিস আদেশ জারি করেছে তথ্য অধিদফতর। এতে বলা হয়, তথ্য অধিদফতরের ২০২০-২১ অর্থবছরে গৃহীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্যক্তিসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ/সুচিন্তিত মতামত গ্রহণ এবং সেবা প্রদান পদ্ধতি আরও সহজতর করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের সঙ্গে প্রধান তথ্য অফিসারের গণশুনানি আগামী ১৪ মার্চ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

এরই পরিপ্রেক্ষিতে, তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের ১৪ মার্চ গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ/মতামত দেয়ার অনুরোধ জানানো হয়েছে অফিস আদেশে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রধান তথ্য অফিসারের দাফতরিক টেলিফোন নম্বর-৯৫৪৬০৯১ বা ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলামের ০১৭১২-৬১৮৮০৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *