২৪ ঘণ্টায় শনাক্তের নতুন রেকর্ড

0

Dinbodal File Photo

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন। যা এখন পর্যন্ত শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৭৪ হাজার ৮৮৬টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৬৬ হাজার ৯৫৪টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা মোট ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৬ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *