১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডরে ড্র অনুষ্ঠিত

0

প্রাইজবন্ড, ব্যাংক, ঋণ, বিমা, সঞ্চয়, rtvonline

শেখ সাজ্জাদ সদয়:

২ মে রোববার, ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৩ তম ড্র অনুষ্ঠিত হয়েছে । ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয় | এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

প্রাইজবন্ডের ৬৪টি সিরিজের প্রতিটির জন্য ৪৬টি করে মোট ২ হাজার ৯৪৪টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে ড্র পরিচালনা করা হয়েছে অর্থাৎ প্রতি সিরিজের একই নম্বরধারীরা পুরস্কার পাবেন।

একক সাধারণ পদ্ধততিে (র্অথাৎ প্রতি সরিজিরে জন্য একই নম্বর) এই ড্র পরচিালতি হয়। র্বতমানে প্রচলনযােগ্য ১০০ টাকা মূল্যমানরে ৬৪ টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন,কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন,খপ, খফ,খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ গট এবং গঠ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।উপরউিক্ত সরিজিগুলোর অর্ন্তভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কাররে যােগ্য বলে ঘােষতি হয়। নম্নির্বেণতি সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতি সরিজিরে ক্ষত্রে পুরস্কাররে যােগ্য বলে ববিচেতি হয়।

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের পুরস্কারগুলো হলো- প্রথম পুরস্কার ৬ লাখ টাকা করে পেয়েছেন প্রতি সিরিজের ০০৫২৯৪০ নম্বরধারী ৬৪ জন। একইভাবে ৩ লাখ ২৫ হাজার টাকার পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের ০৩৭১৬৮৭ নম্বরধারী ৬৪ জন। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পাবেন ০২১৭৬৬১ এবং ০৮৩১৪২৩ নম্বরধারী ১২৮ জন। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পাবেন ০১৯৬৬০১ এবং ০৬৪৮৭২৮ নম্বরধারী ১২৮ জন।

১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন ৬৪টি সিরিজের ৪০টি নম্বরধারী ২ হাজার ৫৬০ জন। বিজয়ী নম্বরগুলো হলো- ০০০৫৬৭৪, ০০৩৩৪৫৩, ০০৫২৩১২, ০০৯৩০৪৩, ০১৪১২৭৮, ০১৮৮৭৭৯, ০১৯৮২৯২, ০২৪৩৮৪৬, ০৩০৬৬৪৫, ০৩০৮৫১৯, ০৩২৭০৮৩, ০৪৩৯০৫২, ০৪৫২১৩৬, ০৪৯৮৩৬৪, ০৫২৭০৫৪, ০৫৩৫৯২০, ০৫৪৬৭৪৭, ০৫৬০৬০৯, ০৫৬৪৬২০, ০৫৭৪৯১২, ০৬২৪৬৮৩, ০৬২৮৮৫৮, ০৬৩২১৮২, ০৬৬১৩৭৪, ০৬৯৫২৪১, ০৭০৮০৭৩, ০৭২৩৯৬৯, ০৭৩৪৫০৯, ০৭৩৭৪৬৮, ০৭৬৫১২৩, ০৭৬৮৫৭৬, ০৭৯৫২৮০, ০৮৪১৪৯৬, ০৮৪৫৬৮৮, ০৮৭৬০৮৫, ০৮৯১৭৩৫, ০৮৯৫৫৩৬, ০৯০৬২৮২, ০৯৪৩২০৮ ও ০৯৬৮৮৯২।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *