সুষ্ঠু নির্বাচন নির্ভর করে সরকারের সহায়তার ওপর: সিইসি
২২ আশ্বিন ১৪৩০বঙ্গাব্দ,
০৭ অক্টোবর ২০২৩ ইং
আব্দুস সাত্তার
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন কার্যালয়ে মাঠ পর্যায়ের নির্বাচনী কর্তকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আজ ০৭ অক্টোবর শনিবার সকালে এসব কথা বলেন সিইসি।
হাবিবুল আউয়াল বলেন, অবাধ ভোট প্রয়োগে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে কীভাবে সুদৃঢ় এবং সহজ নির্বাচন হবে সেটা বের করতে হবে। অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কীভাবে উঠে আসবে সেটা নিয়েও আলোচনা করতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের অভিজ্ঞতা শুনতে চাইব, বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন।