সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে জাতীয় পার্টি : (জাপা) চেয়ারম্যান

0

ফাইল ফটো

সফিকুল ইসলাম :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করছে। কাজের ক্ষেত্রে আগামী দিনেও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে সহায়তা করবে জাতীয় পার্টি।

রোববার (২১ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল ওলডস সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান জিএম কাদের।

ড্যানা এল ওডস বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতীয় পার্টি চাইলে নেতা-কর্মীদের দক্ষতা উন্নয়নে বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চা ও নারী অংশ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) আমিনুল এহসান ও সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *