সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৫ হাজার

0

সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫ লাখ ছাড়ালো ।গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে দু’লাখ ।এর মধ্যে প্রাণ গেছে আরও পাঁচ হাজার মানুষের।

এনিয়ে মোট মৃত্যু চার লাখ ৮৫ হাজার ।এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আট শতাধিক মৃত্যু দেশটিতে, প্রাণহানি সোয়া লাখের মতো । দেশটিতে সংক্রমণ ২৪ লাখ ৬৩ হাজার ।

তবে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল । দেশটিতে প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের । এ নিয়ে ব্রাজিলে মোট মৃত্যু প্রায় ৫৪ হাজার, আক্রান্ত ১২ লাখের মতো ।

এছাড়া মেক্সিকোতে মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ। মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৪ হাজার। আক্রান্ত প্রায় দু’লাখ। তাছাড়া মৃত্যু ১৫ হাজার এবং সংক্রমণ পৌনে পাঁচ লাখ ভারতে। মহামারির ছয় মাস পর নতুন সংক্রমণের কেন্দ্র এখন ব্রাজিল-যুক্তরাষ্ট্র-ভারত।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ইউরোপে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *