সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই: নানক

0

২৫ অক্টোবর, ২০২১ ইং,
০৯কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,

মিজান মামুন:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

২৫ অক্টোবর সোমবার, জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত “সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাস : রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সাম্প্রদায়িক উসকানি থেমে নেই। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস রুখে দিতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। তা করতে না পারলে যে পঙ্গপাল জন্মাবে তা সোনার বাংলার ফসল নষ্ট করবে।’ তিনি বলেন, ‘সংকট নিরসন করে মানুষকে পথ দেখানোর জন্যই আওয়ামী লীগের জন্ম। যারাই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। মূল প্রবন্ধ পাঠ করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধাপক ড. সুশান্ত দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও সহ-সভাপতি কাজল দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *