সামরিক আদালতে প্রথম সাক্ষ্য দিলেন সু চি

0

২৭ অক্টোবর, ২০২১ ইং,
১১কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,

আন্তর্জাতিক প্রতিনিধি:
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে উৎখাতের পর এই প্রথম জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন অং সান সু চি। প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে জান্তা গঠিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন সু চি।

গত জুন থেকে নেইপিদোর বিশেষ সামরিক আদালতে বিভিন্ন মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।

ফেব্রুয়ারিতে সু চির দল একটি চিঠি প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠনকে জান্তার সঙ্গে সহযোগিতা না করার ডাক দিয়ে প্রতিবাদ উস্কে দিয়েছে-এমন অভিযোগ সু চি অস্বীকার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তার আইনজীবী দলের এক সদস্য বলেন, সু চি খুব ভালোভাবেই নির্দোষ প্রমাণ করতে পেরেছেন।
আগামী সপ্তাহে আদালত এই মামলার সাক্ষ্য গ্রহণ বিষয়ক বিবরণী লিখিত আকারে প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। কোন মামলায় তিনি সাক্ষ্য দিয়েছেন, তা আদালত লিখিত আকারে প্রকাশের আগ পর্যন্ত জানা সম্ভব নয় বলে জানিয়েছে সূত্র।

সু চির বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লংঘন, অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে তাকে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *