সরকারের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি..

0

ফাইল ছবি

সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, যদিও কিছু শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবুও এটা আমাদের জন্য আনন্দের। নেত্রী বাড়িতে থাকতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন; এটাই বড় কথা।
প্রতিক্রিয়া জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, মানবিক দিক থেকেই তাকে মুক্তি দেওয়া প্রয়োজন ছিল। আমরাতো আইনগতভাবে অনেক চেষ্টা করেছি। এখন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তে খুশি এবং সরকারকে সাধুবাদ জানাই।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নেত্রীর বিষয়টা নিয়ে আমরা খুবই খুশি। বাংলাদেশের প্রতিটি জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে। ওনার বাড়িতে থাকার সুযোগ হবে চিকিৎসা নিতে পারবেন, এতেই আমরা খুশি। শর্ত যাই থাকুক না কেন তার মুক্তিটাই বড় কথা।’
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে উকিলপাড়া জামে মসজিদে দোয়া করানো হয়েছে। আমি দাড়িয়ে মুসুল্লীদের কাছে নেত্রীর জন্য ও বর্তমান করো’না পরিস্থিতিতে সারা দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করছি।’
মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং আইন আদালত বিষয়না, তবুও তার মুক্তিতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘খুবই আনন্দের বিষয় এটি। শর্ত যেরকমই হোক মুক্তিটাই বড় কথা।’
মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, ‘উনি (খালেদা জিয়া) আমাদের মা। এর থেকে আনন্দের দিন আমাদের নাই। এই সংকটময় মুহুর্তে মানবতার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর হলেও এই কথাটি উপলদ্ধি করেছে সরকার। সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। নেত্রীর মুক্তির সংবাদে আমরা খুশি।’
প্রসঙ্গত, কা’রাবন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপা’রিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *