সমাজকে মাদকের থেকে না বাঁচাতে পারলে জাতি হবে অকর্মণ্য

0

ফাইল ফটো

জাপা প্রতিনিধি:

জঙ্গিবাদের মতোই ভয়াবহ মাদক বিস্তারের পরিণাম এই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিট গঠন করার দাবি জানান তিনি।

আজ রোববার (২০ জুন) এক বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট-এর মতো মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ। এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজা আরো সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য। ধ্বংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।

জিএম কাদের বলেন, মাদকবিরোধী অভিযানে গত তিন বছরে বিচারবহির্ভূত হত্যা হয়েছে কয়েকশো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *