সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাতীয় পার্টি

0

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংলাপে বসতে যাচ্ছেন। তাই প্রথম দল হিসেবে বঙ্গভবনে গেছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার সংলাপের জন্য বিকাল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরেরে ১৪ ফেব্রুয়ারি। নতুন কমিশন গঠনের জন্য সংসদে প্রতিনিধিত্বশীল রাজনেতিক দলগুলোর মতামত জানতেই রাষ্ট্রপতির এ সংলাপ।

গত ২০১৬ সালের সংলাপে জাতীয় পার্টির রাষ্ট্রপতির কাছে ৫ দফা প্রস্তাব দিয়েছিল। এবারও তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেবে বলে জানা গেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *