শেখ হাসিনা চাইলেও রাজনীতি থেকে অবসর নিতে দেবেন না

0

kadar

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও তাকে রাজনীতি থেকে অবসর নিতে দেবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর সার্কিট হাউজে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা রাজনীতি থেকে আগামীতে অবসর নেওয়ার যে ঘোষণা দিয়েছেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে তাকে সংগতি রাখতে হবে। আমরা তাকে রাজনীতি থেকে অবসর নিতে দেব না। ’

বিগত ৪৩ বছরে সৎ, যোগ্য ও দক্ষতায় শেখ হাসিনাকে কেউ অতিক্রম করতে পারেননি বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি নিজেকেই নিজেকে অতিক্রম করেছেন। ইচ্ছে করলেই তিনি রাজনীতি ছেড়ে চলে যেতে পারেন না। ’

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখনও কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণা চূড়ান্ত হয়নি। তিনটি সার্ভে রিপোর্টের সঙ্গে তৃণমূলের প্রেরিত তালিকা দেখে দলের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা করবেন। ’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, ‘ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। এই নির্বাচনে ফল না এলেও সরকারের মাথায় আকাশ ভেঙে পড়বে না। বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ না মেনে তৃণমূলের নেতারা নমিনেশন জমা দিচ্ছে। প্রথম ধাপে ৭ জন এবং ২য় ধাপে ৩৭ জন মনোনয়ন নিয়েছে বলে তথ্য এসেছে। ’

এ সময় সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে কেউ হয়রানি বা নির্যাতনের শিকার হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

মতবিনিময়কালে সার্কিট হাউজে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার (পিপিএম), ফেনীস্থ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *