‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি’- সাচ্চু

0

০৭ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
২২ জুলাই ২০২৩ইং
জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে আনতে পেরেছি বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ।

দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ২১ জুলাই শুক্রবার বিকেল ৩টায় জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ বাংলাদেশে স্বাধীনতার পরে যারা স্বাধীনতা চায় না, তাদের সন্তানরা আস্তে আস্তে বড় হচ্ছে। তারা আওয়ামী লীগকে চায় না। এক সময় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম বলা যেত না। হাজার হাজার নেতাকর্মীকে জিয়াউর রহমান খুন, গুম করেছে। তারপরও কি আমরা ঘরে ছিলাম। যতকাল আওয়ামী লীগ থাকবে ততদিন যুদ্ধ করেই চলতে হবে। এ কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

মেজবাউল হোসেন সাচ্চু আরও বলেছেন, বিএনপি জামাত হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে আজ সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে শুধু লুটপাট আর লুটপাট হয়েছে। দুর্নীতিতে যখন নিমর্জ্জিত তখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করে আজ বাংলাদেশকে উন্নয়নের শিকরে নিয়েছেন। আজ মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবর্তী ভাতা প্রদান, কৃষি ক্ষেত্রে উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ করাসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

এছাড়া অতিথি হিসেবে আরও ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপ- মানবাধিকার সম্পাদক আমিনুর রহমান সোহেল।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে হাফিজুর রহমান সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *