শীঘ্রই বাংলাদেশে ফিরব’:শেখ হাসিনা!

0

রবিবার,
১১ আগস্ট ২০২৪
২৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দিনবদল ডেস্ক :

আচমকাই ৪৫ মিনিটের নোটিশে নিজের দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেই সময় দেশবাসীর উদ্দেশে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। তবে তা তাঁকে করতে দেয়নি সেনা। এই আবহে ভারত থেকেই সেই বার্তা প্রকাশ করলেন শেখ হাসিনা। সেই বার্তায় শেখ হাসিনার অভিযোগ, বাংলেদেশের দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্স আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে তাঁর সরকার ফেলে দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে অজ্ঞাতবাসে থেকেই বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী । পাশাপাশি তিনি দেশবাসিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, তাঁরা যেন মৌলবাদের দ্বারা পরিচালিত না হন।

বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিয়তে চেয়েছিলেন তিনি । তা তাঁকে দিতে দেওয়া হয়নি। মূলত সেই বিববৃতির কথাই দিল্লি থেকে তুলে ধরেছেন হাসিনা। এই বিবৃতির মাধ্যমে হাসিনা দাবি করেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। যদিও এর আগে একবার তাঁর ছেলে জয় দাবি করেছিলেন, হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। তবে পরে জয় নিজেই আবার দাবি করেছিলেন, অন্তর্র্বতী সরকার নির্বাচন ঘোষণা করলেই হাসিনা বাংলাদেশে যাবেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরও মৃত্যুমিছিল না হয়। ছাত্রদের মৃতদেহের ওপর ভর করেই ক্ষমতা দখল করতে চাইছিল বিএনপি। তবে আমি সেটা হতে দিতে পারি না। তাই আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াই। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম, তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম, তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম।’ হাসিনা আরও বলেন, ‘আমি যদি এখনও দেশে থাকতাম, তাহলে আরও প্রাণহানি ঘটত। দেশের আরও সম্পদ নষ্ট করা হত। তাই আমি দেশ ছাড়ার মত অত্যন্ত কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করি। আমি বাংলাদেশের নেতা হয়েছিলাম কারণ আপারা আমাকে বেছে নিয়েছিলেন। আপনারাই আমার শক্তি ছিলেন। তবে আজ যখন শুনতে পারছি যে আমার দলের নেতারা আক্রান্ত, আমার হৃদয় তখন কাঁদে।’

এরপর শেখ হাসিনা দাবি করেন, তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। তাঁর কথায়, ‘আল্লাহর দোয়ায় আমি শীঘ্রই বাংলাদেশে ফিরব। আওয়ামীলীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যতের জন্যে আমি চিরকাল আল্লাহর কাছে দোয়া করতে থাকব।’এরপর হাসিনা বলেন,’আমি দেশের শিক্ষার্থীদের কখনও রাজাকার বলিনি। আমার ভিডিয়ো ফের চালিয়ে দেখা হোক। আমার কথা ভুল ভাবে পরিবেশন করা হয়েছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *