শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
১৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
৩০ জুন ২০২৩ ইং
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান।
৩০ জুন শুক্রবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরের মোল্লার বাজার এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এ দুর্ঘটনা পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। একই সময় দুর্ঘটনা কবলিত গাড়িটির পেছনে থাকা একটি বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কা এবং অপর পাশের লেনে একটি প্রাইভেট কারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দ্যেশে ছেড়ে আসে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এক্সপ্রেসওয়ের পাঁচ্চরের মোল্লার বাজার এলাকায় আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, মহাসড়কে যানবাহনের গতি কমাতে থানা ও হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া আছে। ঈদযাত্রা স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।