শপথ নিলেন তিন সিটির মেয়র-কাউন্সিলররা

0

১৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
০৩ জুলাই ২০২৩ইং,
আব্দুস সাত্তারঃ
দেশের তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৩ জুলাই সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত তিনজনকে শপথবাক্য পাঠ করানো হয়। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশাল সিটির নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে শপথ পাঠ করান। নির্বাচিত মেয়ররা তাদের জন্য নির্ধারিত আসনে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন।

পরে তিন সিটিতে নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

গত ৫ এপ্রিল নির্বাচন কমিশন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৫ মে এ সিটিতে নির্বাচন হয়। নির্বাচনে একজন মেয়র ও ৭৬ জন কাউন্সিলর নির্বাচিত হন। গত ৫ জুন নির্বাচিত মেয়র ও ৭৬ কাউন্সিলরের নামের তালিকা বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়।

গত ১৭ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় দুই মাস পর ১২ জুন এ দুই সিটিতে নির্বাচন হয়। খুলনা সিটিতে এক মেয়র ও ৪১ কাউন্সিলর এবং বরিশাল সিটিতে এক মেয়র ও ৪০ কাউন্সিলর নির্বাচিত হন।

২০ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামের তালিকা বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯-এর ৭ (২) ধারা অনুযায়ী, নির্বাচিত মেয়র বা কাউন্সিলরদের নামের তালিকা সরকারি গেজেটে প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে সরকার বা মনোনীত কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শপথ গ্রহণের বিধান রয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *