ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে খালাস পাচ্ছেন ভারতীয় পেসার সামি
স্ত্রী মডেল হাসিন জাহানের সঙ্গে দ্বন্দ্বের জেরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ভারতীয় পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধে।
এ অভিযোগ তদন্ত করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই। শনিবার সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, ম্যাচ গড়াপেটা ও অন্যায়ভাবে টাকা নেয়ার অভিযোগ থেকে খালাস পেতে পারেন সামি।
বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার তদন্তে সামি নির্দোষ প্রমাণিত হলে ফের বোর্ডের চুক্তিতে ফিরতে পারেন তিনি।
সামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা এবং অন্যায়ভাবে পাকিস্তানি তরুণীর মাধ্যমে লন্ডনের ব্যবসায়ী মোহাম্মদ ভাইয়ের থেকে টাকা নেয়ার অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান।
হাসিনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার। বৃহস্পতিবার সামিকে দীর্ঘ সময় জেরা করেন তদন্তকারীরা।
সূত্রের খবর, সামি নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রয়োজনীয় তথ্য বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে তুলে দিয়েছেন।
সূত্র জানায়, সামির জবাবে সন্তুষ্ট তদন্তকারীরা। মঙ্গলবার বিসিসিআইয়ের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সম্ভাবনা রয়েছে। তাতে সামিকে নির্দোষ আখ্যা দেয়া হতে পারে।
স্ত্রী হাসিনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ক্রিকেটারদের সঙ্গে চুক্তির তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে নাম ছিল না সামির। তখন বোর্ডের তরফে জানানো হয়, শেষমুহূর্তে সামির সঙ্গে চুক্তি স্থগিত করা হয়েছে।
ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে সামি মুক্তি পেলে বিসিসিআইয়ের চুক্তি নবায়ন করবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে মিথ্যা অভিযোগ করার দায়ে হাসিনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হতে পারে।