মোস্তাফিজ ৩.৪ ওভার বল করে ১৮ রান দিয়েছেন
মুস্তাফিজকে ভালোই চেনা আছে কেন উইলিয়ামসনের। চেনা আছে হায়দরাবাদ কোচ টমি মুডিরও। দু’বছর আগে হায়দরাবাদের হয়ে এমনই বোলিং করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। মঙ্গলবার রাতে হায়দরাবাদের বিপক্ষে সেই ’হায়দরবাদী মুস্তাফিজকে’ আবার দেখল দলটি। তবে এবার আর সতীর্থ হিসেবে না প্রতিপক্ষ হিসিবে। মুম্বাইয়ের হয়ে এবারের মৌসুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে দারুণ বল করলেন মুস্তাফিজ এবং তার দল। আর তাতে ১১৮ রানে গুটিয়ে গেছে হায়দরবাদ।
মুম্বাইয়ের হয়ে এ ম্যাচে সবাই ভালো বল করেছেন। তবে অন্যদের থেকে রান কম দিয়েছেন মুস্তাফিজ। ৩.৪ ভার হাত ঘুরিয়ে এই বামহাতি কাটার মাস্টার দিয়েছেন ১৮ রান। ওভার প্রতি মাত্র ৪.৯০ করে। নিয়েছেন একটি উইকেটও। এছাড়া তার ২২ বলের মধ্যে ১২ টিই ডট বল দিয়েছেন ফিজ।
মুম্বাইয়ের হয়ে ম্যাকক্লেনেঘান, হার্দিক পান্ডিয়া ও মারাকান্দে দুটি করে উইকেট নিয়েছেন। শুরুর দিকে হায়দরবাদের ইনিংসের ডানা ম্যাকক্লেনেঘান ও হার্দিক পান্ডিয়া ভেঙে দিয়েছেন। এরপর সাকিবের দল আর ইনিংসের পাখা মেলতে পারেনি। মারাকান্দে ৩ ওভার বল করে ১৫ রান দেন। ওভার প্রতি ৫ করে। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ২০ এবং বুমরাহ ৪ ওভারে দেন ২৫ রান। হায়দরাবাদের হয়ে সাকিব ব্যাটে হাতে মাত্র ২ রান করে রান আউটে কাটা পড়েন।