মাননীয় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিনয়ে আপনাকে বলছি, উর্মিদের একটু দেখুন

1

আমরা মেঘনাবাসী আমাদের প্রশাসনিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন অন্যায় অত্যাচার থেকে থেকে শুরু করে এক কথায় আমরা সব কিছু মিলে শান্তিতে বসবাস করবো একটি শুন্দর পরিবেশের ভারসাম্য আপনার প্রসাসনের মাধ্যমে আপনি উপজেলাবাসীকে প্রদান করবেন এটাই আপনার দায়ভার। কেউ ১০০% দায়িত্বে সফল হয়না ঠিক কিন্তু লাগামহীন বা নিয়ন্ত্রনহীন হলে কি হয়? পদাধিকার বলে আপনি আইন শৃংখলা কমিটির সভাপতি, মেঘনা উপজেলার। আপনার কাছে বার্তা আছে সম্প্রতি কোননা কোন গ্রামে, চুরি, ডাকাতি, লাগামহীন ভাবে হচ্ছে? যদি জেনে থাকেন তা হলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? না জানার কোন উপায় নেই কারন মেঘনার মিডিয়া কর্মীরা বিভিন্ন পোর্টালে এই সব সংবাদ গুলো প্রকাশ করেছে। এবার বলছি মেঘনার অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যম গুলোর কথা সিএনজি, অটোরিকশা, হলো যাতায়াতের প্রধান মাধ্যম, আমেরিকা, লন্ডন, ঢাকা যারা বাস করে তারা যেমন মানুষ, মেঘনায় যারা বাস করে তারাও মানুষ, তা হলে জীবন চলায় কেন এত বৈষম্য? ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা আপনার দায়ভার।

2

আপনি জানেন কি উপজেলার অধিকাংশ চালক অদক্ষ? তাদের কারনে জীবন দিতে হচ্ছে মেঘনার মানুষকে। বলতে পারেন হায়াত, মৃত্যু আল্লাহর হাতে, ঠিক, কিন্তু অদক্ষতার কারনে দূর্ঘটনার সংখ্যাই মেঘনায় বেশি।সম্প্রতি আমি নিজে একটি দূর্ঘটনায় পরে বাস্তব অভিজ্ঞতা নিয়েছি।আপনার এবং মুরুব্বীদের দোয়ায় অক্ষত আছি, শুকরিয়া আল্লাহর দরবারে।আমি না হয় বেচে গেলাম কিন্তু উর্মি? তার কি দোষ? সেতো এখন মৃত্যু যন্ত্রনায় কাত্রাচ্ছে। এর দায় ভার কার? কেন এই অদক্ষ চালকের ছড়াছড়ি? একবার কি অনুসন্ধান করেছেন? মিডিয়া জানে আশা করি আপনি নিজেও জানেন,। কিসের অদৃশ্য শক্তির বলে তারা ধরাকে সড়া গাং করে বেপরোয়া অপরাধ করে যাচ্ছে? কেউ কিছু বলতে পারছেনা, তাদের মহা সিন্ডিকেট, অপমানিত হচ্ছে তাদের হাতে সাধারন মানুষ,কেন? আপনার সব শক্তি সামর্থ থাকার পরেও কেন ব্যবস্থা নিচ্ছেন না আমি জানিনা। জানি আপনার হাতে বন্ধুক নেই কিন্তু হুকুম দেওয়ার মালিকতো আপনি? আপনার কথা দেশের উপর মহল শুনে। একবার ভেবে দেখেন কোন না কোন এলাকায় আপনার স্বজনরা বাস করে তাদের প্রতি একবার খেয়াল করে দেখেন তারাও হয়তো আমাদের মতই জিম্মি। আপনার এলাকার একজন ক্ষুদ্র মিডিয়া কর্মি তথা নাগরিক হিসেবে ভোক্তভোগী হয়ে অভিমত, কষ্ট যাই বলেন, ব্যক্ত করলাম। ভূল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কার কাছে বলবো আপনি নির্বাহী কর্মকর্তা বলে নাগরিক অধিকার নিয়ে আপনার কাছেই এই আর্তনাদ। পরিশেষে আপনার সামগ্রিক মঙ্গল কামনা করে শেষ করছি,অনুরোধ করছি আর যেন কোন জীবন অদক্ষতার রোষানলে না যায়।আর যেন কোন উর্মীকে এভাবে মৃত্যু যন্ত্রনায় কাত্রাতে না হয় ।

নিবেদক,
এম এইচ বিপ্লব সিকদার
সাধারন সম্পাদক, মেঘনা উপজেলা প্রেসক্লাব
সদস্য -ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) জাতীয় প্রেসক্লাব।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *