“মাধবপুর-চুনারুঘাট আসনে তৃনমূল আওয়ামীলীগকে বাদ দিয়ে ক্ষমতার মধু খায় হাইব্রিডরা”
মাননীয় সভাপতি,
বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ
আপনার নিকট আমার আকুল আবেদন :-
প্রানপ্রিয় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, দেশরত্ন ও গনতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, বিশ্বনেত্রী এবং বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা প্রিয়নেত্রী শেখ হাসিনা
আপনি কাদঁলে বাঙালী জাতি কাদেঁ আপনি হাসলে বাঙালী জাতি হাসে। বৃহত্তর সিলেটের সিংহদ্বার মাধবপুর চুনারুঘাট নির্বাচনী এলাকা সংসদীয় আসন-২৪২। আমাদের নির্বাচনী এলাকার আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংগঠনিক অবস্হা ঘন গভীর অন্ধকার ও সংকটে নিমজ্জিত। এ আসনের তৃনমুলের ত্যাগী এবং দুর্দিনের কর্মীরা চরম অবহেলিত ও নির্যাতিত। বর্তমানে কাওয়ালীগ, হাইব্রিড’রা দলে অনুপ্রবেশে নব্যসুযোগলীগেরা সংগঠনের ত্যাগি নেতৃবৃন্দকে প্রতিনিয়ত প্রকাশ্যে হামলা-মামলা ভয়ভীতি প্রদর্শন করছে।স্বাধীনতার ৪৭ বৎসরের ইতিহাসে সাংগঠনিক এমন ভীতিকর পরিস্হিতি আর কখনো সৃষ্টি হয়নি। নীতিহীন রাজনীতির করাল গ্রাসে বন্দী মাধবপুর-চুনারুঘাট উপজেলার তৃনমুলের রাজনীতি। এ আসনে কর্মীবান্ধব নেতা না নির্বাচিত হওয়ায় আজ ভয়ানক পরিনতির স্বীকার হয়েছি আমরা মাধবপুর-চুনারুঘাট আওয়ামীলীগের নেতাকর্মীরা।
প্রিয়নেত্রী আমরা আপনার আমন্ত্রণে ৩০শে জুন রোজ শনিবার গণভবনে আপনার সাথে দেখা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শুনার সুযোগ হয়েছে, এরজন্য ধন্যবাদ।আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার নিকট এই আকুল আবেদন রাখতে চাই যে, জনমত যাছাই, নিরপেক্ষ তদন্ত ও তৃনমূলের মতামতকে প্রাধান্য দিয়ে নৌকার মনোনয়ন দিন, যেন পুনরায় কর্মীবান্ধব নেতা জনগণের ভোটে নির্বাচিত হয় এবং দলে সত্যিকারের নেতাকে মনোনয়ন দিন যেন নৌকার প্রত্যাশিত বিজয় অক্ষুন্ন থাকে। ইনশাল্লাহ থাকবেও ।
মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ৭ই মার্চ, ১৫ই আগষ্ট ছাড়াও সকল দলীয় ও সাংগঠনিক কার্য্যক্রমে তৃনমুলের নেতৃবৃন্দ ও দলের ত্যাগী, অবহেলিত পুরনো প্রবীণ নেতৃকর্মীদের প্রচেষ্টায় উপজেলা এবং ইউনিয়ন কমিটি যৌথভাবে পালন করলেও গত সাড়ে চার বৎসরে বর্তমান হবিগঞ্জ-৪ আসনের এমপি মহোদয়ের দেখা কোনদিন মিলেনি।
মাননীয় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গকন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমরা গরীব, অসহায় গ্রামের কর্মীদের প্রত্যাশা, আপনি তৃনমূলের এই কর্মীদের মতামতকে মুল্যায়ন করে যোগ্য দলীয় কর্মীবান্ধব নেতাকে হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন দিবেন। প্রানপ্রিয় নেত্রী, আমরা তৃনমুলের অসহায় কর্মীরা আপনার সিদ্ধান্ত মেনে নিয়ে রাজপথে জীবন উৎসর্গ করতে বদ্ধপরিকর। ছিলাম-আছি-থাকব।
আমার ব্যক্তিগত জীবনে কোন চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, কাওয়ালীগ-ভাইরাসলীগ-সুযোগলীগ- হাইব্রিডলীগ- নব্য অনুপ্রবেশকারীদের হাত থেকে ঐতিহাসিক মাধবপুর- চুনারুঘাটের আওয়ামী পরিবারের রাজনৈতিক ধারা ও দলীয়ভাবে গণতন্ত্রকে মুক্তি দিন।
বাংলাদেশ আওয়ামীলীগ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের একজন নগন্য কর্মী হিসাবে আমার সাংগঠনিক দায়িত্ব মনে করে তৃনমূলের সামান্য বাস্তবচিত্র এখানে তুলে ধরেছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে মার্জনা করবেন।
জয়বাংলা -জয়বঙ্গবন্ধু। তাং- ০১/০৭/১৮
বিনীত নিবেদক –
বাবুল হোসেন খান,
সভাপতি,
শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ,
মাধবপুর,হবিগঞ্জ,সিলেট।