মাদারীপুরে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল বিতরণ

0

?????????????????????????????????????????????????????????

২৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
০৭ জুলাই ২০২৩ইং,
জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল বিতরণ করা হয়েছে।
০৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে ডাসার উপজেলা কার্যালয়ের সামনে উপজেলার পাঁচটি ইউনিয়নের সুবিধাভোগী ৮ জন ভিক্ষুকদের মধ্যে ৪ জনকে চারটি গরু ও বাকি ৪ জন ভিক্ষুকদের মাঝে প্রতি জনকে ৫ টি করে মোট ২০ টি ছাগল তাদের হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের যে গরু-ছাগল দেওয়া হয়েছে, তা যতœ সহকারে লালন-পালন করে বংশবিস্তারের মাধ্যমে নিজেদের লাবলম্বি করে তুলবেন। এতে আপনারা আর্থিকভাবে স্বচ্ছল ও লাভবান হবেন।তাই গরু-ছাগলগুলো বিক্রি না করে যতœসহকারে পালন করলে অন্যের মুখাপেক্ষী হতে হবে না।ধারাবাহিকভাবে অন্যন্যদের মাঝে গরু-ছাগল বিতরণ করা হবে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রামে গিয়ে সঠিক ভিক্ষুকদের খুঁজে বের করে, তাদেরকে পূর্ণবাসন ও কর্মসংস্থান করার লক্ষ্যে আজকে গরু-ছাগল বিতরণ করা হয়েছে। আপনারা গরু-ছাগলগুলো বিক্রি না করে যতœসহকারে পালন করে নিজেদেরকে সাবলম্বী করে তুলুন।

এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার ইউনিয়ন সচিব সুশান্ত বৈদ্য।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *