ভোলার জেলার লালকাঁকড়ার চর

0

দেশের সর্ব দক্ষিণে নদী বেষ্টিত একমাত্র দ্বীপ জেলা ভােলা। পূর্বে মেঘনা, উত্তরে ইলিশা, পশ্চিমে তেঁতুলিয়া আর দক্ষিণে বঙ্গোপসাগর। এর মাঝে ৩ হাজার ৪শ ৩ বর্গ কিলােমিটার জুড়ে ব-দ্বীপ জেলা ভােলা। রূপালী ইলিশ, ধান আর সুপারির জন্য বিখ্যাত এ জেলা। এই জেলার উপশাখা হিসেবে রয়েছে চরমানিক, চরজব্বার, চরনিউটন, চরনিজাম, চরজংলী,চরমনপুরা, চর ফয়েজ উদ্দিন, চর জহিরউদ্দিন, চরকচুয়া, চর সৈয়দ, ভাসান চর,চরপাতিলা,চর কুকরী মুকরী ও ঢালচর সহ ছােট বড় অসংখ্য চর। এসকল চরের মাঝে লুকিয়ে আছে। সূর্যদ্বয় ও সূর্যাস্তসহ অপরূপ সৌন্দৰ্য্যরে লীলাভূমি। এখানে না আসলে অনুভব করা যাবেনা এর সৌন্দর্য্য। জেলা সদর থেকে প্রায় ১২০ কিলােমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মােহনায় প্রায় দেড় শত বছর আগে জেগেউঠা বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর। এই চরের তাড়য়া সমুদ্র সৈকতটি অপরূপ সৌন্দৰ্য্যর লীলাভূমি। বিচ্ছিন্ন এই ঢালচর থেকে প্রায় দেড় ঘন্টার নদী পথ ট্রলারে পারি দিয়ে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণের মােহনায় মনােরম ম্যাণগ্রোভ বন সমৃদ্ধ তাড়য়া চর দাড়িয়ে আছে। চারপাশে মাথা উঁচু করে দাড়িয়ে আছে বিভিন্ন সারি সারি কেওড়া গাছ। তাড়য়ার সৈকতে দেখা মিলবে চকচকে সাদাবালি আর লাল কাঁকড়ার মিছিল। পাশাপাশি দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, সূর্যদয় ও সূর্যাস্ত অপরূপ দৃশ্য। কর্মচাঞ্চল্য জীবনের মাঝে কিছুটা সময় অবকাশ যাপনের জন্য প্রকৃতি প্রেমিরা ইচ্ছে করলেই এ চরে এসে ঘুরে যেতে পারেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *