ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রাখেনি

0

মঙ্গলবার,
৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
২০ আগস্ট ২০২৪ ইং

জ্যেষ্ঠ সংবাদদাতা:

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভারত আশ্রয় দিয়েছে।এখন ভারতে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। তবে দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না। গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস করেছে, মানবাধিকার, আইনের শাসন ভুলুণ্ঠিত করেছে। ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে। ১০০ মিলিয়ন ডলার পাচার করেছে। গণতন্ত্রের প্রতি ভারত তার কমিটমেন্ট রক্ষা করেনি।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আইনানুগভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।

মির্জা ফখরুল বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছু সময় দেওয়া দরকার। সব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করবেন আশা করছি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *