ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় স্থানীয় আদালত চত্বরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ লুধিয়ানার জেলা ও নগর দায়রা আদালতের ওয়াশরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওয়াশরুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জানালার কাঁচ। যদিও বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
বিস্ফোরণের শব্দ শুনেই আদালতের বাইরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো জায়গা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে দশটি ফায়ার সার্ভিসের গাড়ি। শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ছয়তলা ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। আইনজীবীদের কর্মবিরতি ফলে এদিন আদালতে মানুষের উপস্থিতি তেমন একটা ছিলো না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই এড়ানো গেছে।
বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি বলেছেন, ‘লুধিয়ানা একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগে ঘটনা রহস্যজনক। কিছু রাষ্ট্রবিরোধী শক্তি এই কাজের সাথে জড়িত থাকতে পারে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ উল্লেখ্য, ঘটনাস্থলে এরই মধ্যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ও ফরেনসিক টিমসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।