ব্রিকস কী, এর সদস্য কারা?

0

০২ আষাড় ১৪২০ বঙ্গাব্দ,
১৬ জুন ২০২৩ ইং,
অনলাইন প্রতিনিধিঃ

ব্রিকস হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।
মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি ‘ব্রিক’ নামে পরিচিত ছিল। ব্রিকসে অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব।
ব্রিকসের পাঁচটি রাষ্ট্রই জি-২০ এর সদস্য। ২০১০ সাল থেকে ব্রিকস রাষ্ট্রসমূহ প্রতিবছর আনুষ্ঠানিক সম্মেলনে মিলিত হয়। বর্তমানে রাশিয়া ব্রিকসের প্রধান হিসেবে কাজ করছে। ২০১৬ সালের অক্টোবর মাসে ব্রিকসের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০১৪ সালের হিসেবে, ব্রিকসের পাঁচ সদস্য রাষ্ট্র প্রায় ৩ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পাঁচটি রাষ্ট্রের সম্মিলিত জিডিপি ১৬.০৩৯ ট্রিলিয়ন ডলার, যা মোট বিশ্বপণ্যের প্রায় ২০ শতাংশের সমান। ব্রিকস বিভিন্ন সময়ে প্রশংসিত এবং সমালোচিত হয়েছে।

২০১২ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও ব্রিকস রাষ্ট্রসমূহকে উন্নয়নশীল দেশের প্রবর্তক এবং বিশ্ব শান্তির জন্য একটি শক্তি হিসেবে বর্ণনা করেন।
২০১৪ সালে ব্রিকস রাষ্ট্রসমূহ কর্তৃক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত হয়, যা পূর্বে ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল। এটি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। এনডিবির চুক্তি অনুসারে, এটি ব্যাংক ঋণ, গ্যারান্টি, সমতা, অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রকল্প সমর্থন ও অনুদান প্রদান করতে পারবে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য পাঁচ দেশের পাশাপাশি ২০২১ সালে নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। ব্যাংকের পাশাপাশি এখন ব্রিকস জোটেও যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ৷

আগস্টে বাংলাদেশ ব্রিকস এর সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন৷ বুধবার জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *