বিশ্বনন্দিত সুরকার- গায়ক বাপ্পী লাহিড়ী পরলোকে

0

সংগীত জগতে আরও এক নক্ষত্রের পতন। সম্প্রতি লতামঙ্গেস্কার আর অতি সম্প্রতি সন্ধ্যা মুখোপাধ্যায় এর মৃত্যুর কয়েক ঘণ্টার পর মারা গেছেন বিশ্বনন্দিত বর্ষীয়ান সুরকার-সঙ্গীতপরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ী। মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার, সকালে তার মৃত্যু হয় । গত বছর তিনি কোভিডে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

পিটিআইকে হাসপাতালের পরিচালক ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনির কথা। তিনি জানান, বাপ্পি লাহিড়ি গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে হাসপাতালে আনা হয়। তার একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল তাঁর। মধ্যরাতের কিছু আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তিনি মারা যান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *