বিশ্বকাপে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তানের মেয়েরা
বড় জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো ভারতের মেয়েরা। চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে দিল মিতালি রাজের দল। ব্যক্তিগত রেকর্ড করলেন মিতালি নিজে। রবিবার নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে ভারত।
ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে। টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান তোলে। ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর সপ্তম উইকেটে ১২২ রানের জুটি গড়েন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। পূজা ৬৭ রানে সাজঘরে ফিরলেও স্নেহ অপরাজিত থাকেন ৫৩ রানে। ৪০ রান করেছেন দীপ্তি শর্মা। স্মৃতি মন্দানার ব্যাট থেকে এসেছে ৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে সিদরা আমিন ৩০, দিয়ানা বেগ ২৪ ও ফাতিমা সানা ১৭ রান করেন। ভারতের হয়ে ৪টি উইকেট নেন রাজেশ্বরী গাইকওয়াদ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জুলান গোস্বামী ও স্নেহ রানা। পূজা বস্ত্রকারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এদিকে, আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে শচীন তেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেছেন মিতালি। শচীনের মতোই ছ’ ছ’টি বিশ্বকাপে খেলে ফেললেন তিনি।