বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সালাউদ্দিন বাদলের জন্মদিন আজ
রোববার,
২৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ,
১৩ নভেম্বর ২০২২ইং,
শাওকাতুল আমীন :
বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবক, শিক্ষানুরাগী, সংগঠক, কবি সালাউদ্দিন বাদলের ৭০তম জন্মদিন আজ । সালাউদ্দিন বাদল ১৯৫২ সালে ১৩ নভেম্বর বিক্রমপুরের আবদুল্লাপুরে জন্মগ্রহণ করেন। বসবাস করেন ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে। বাবা মরহুম শফিউদ্দিন আহম্মেদ একজন সফল আইন ব্যবসায়ী ও মা উম্মে সালেমা খাতুন একজন স্কুল শিক্ষিকা ছিলেন।
সালাউদ্দিন বাদল স্কুল জীবন থেকেই সাহিত্য, সাংস্কৃতিক কর্মকান্ড ও রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি একসময় বাংলাদেশ বেতারের স্টাফ আর্টিস্ট ছিলেন। সে সময় তিনি নাটকে অভিনয়, খবর পাঠ, শিক্ষার্থীদের আসর, চিঠির জবাব ও নবীন কণ্ঠ অনুষ্ঠান পরিচালনা করেছেন।
কলেজ জীবন থেকেই তাঁর রাজনীতিক কর্মকা- শুরু। তিনি মতলব কলেজ ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাজকল্যাণ, প্রচার, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, আওয়ামী শিল্পীগোষ্ঠী ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস হাই স্কুলের সভাপতি।
জাতির প্রতিটি ক্লান্তিলগ্নে যেমন ৬৯ এর গন আন্দোলন, ‘৭০ এর নির্বাচন, ‘৭১ এর মুক্তিযুদ্ধ, ‘৭৫ পরবর্তী সময় খুনি মুস্তাকের পল্টন ময়দানের জনসভা পন্ড করার অন্যতম প্রধান কুশিলব, ‘৯০-এর গণতন্ত্র উদ্ধার আন্দোলনে জনতার মঞ্চ অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মানব সেবা ও শিক্ষার প্রসারে তিনি একজন অনুভুতিশীল ও নিবেদিত মানুষ। প্রতিটি ভয়াবহ বন্যা, জলোচ্ছ্বাস, সিডরে তিনি দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারিতে মাস্ক বিতরণ, আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ করেছেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতার বই ‘মুক্তির রূপালী বাতাস’, ‘যুদ্ধ শেষ হয়নি’, ‘আমরা জেগে আছি’, ‘সালাউদ্দিন বাদলের কবিতা সমগ্র’ ও বঙ্গবন্ধুকে নিয়ে একটি এ্যালবাম সম্পাদনা করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ১৫ই আগস্ট উপলক্ষে নিয়মিত প্রকাশিত ‘পিতা’ সংকলনের সম্পাদক।
কবিতা, সংস্কৃতি ও রাজনীতিতে বিশেষ অবদান রাখার জন্য তিনি কবি নজরুল স্মারক সম্মাননা, বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক সংসদ পুরস্কার, নতুন কুঁড়ি স্মৃতি পদক, স্বাধীন বাংলা স্মৃতি পুরস্কার, আমরা সূর্যমুখী সম্মাননা পদক, বিশ্ব বাঙালি সম্মাননা পদক, কবি গোবিন্দ স্মৃতি পদক ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সম্মাননা পদক লাভ করেন।