‘বিএনপি বিকারগ্রস্ত হয়ে পড়েছে’: তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তারা (বিএনপি নেতারা) করোনার টিকা নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে। এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজ বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনী সাজিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করছে’ এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয়মাস লাগবে। অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে। সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারি মোকাবিলা করছে। একইসঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সবসময় দুষ্কৃতকারীদের পক্ষ নিয়ে থাকে। কারণ তাদের নিজেদের দলে আগুনসন্ত্রাসী ও সন্ত্রাসী রয়েছে। যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে। তারা দলে থাকার কারণেই বিএনপি দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।’
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জাতির পিতার শহীদ দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।