বাংলাদেশের বিমসটেকে জরুরি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব

0

০৩ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
১৮ জুলাই ২০২৩ইং

দিন বদল ডেক্সঃ

আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে অভিন্ন উদ্বেগ থেকে পরিত্রাণে বিমসটেকের মধ্যে একটি জরুরি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ। প্রস্তাবের পক্ষে কারণ হিসেবে মহামারি, প্রাকৃতিক এবং মানবিক সংকটের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার কথা তুলে ধরা হয়েছে।

১৭ জুলাই সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমন প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম রিট্রিটে জোটটির সদস্য রাষ্ট্রের সব পররাষ্ট্রমন্ত্রী এবং বিমসটেকের মহাসচিব উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীরা জোটটির কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগ নিয়ে মতবিনিময় করেন। তারা সদস্য রাষ্ট্রগুলোর বিশিষ্ট ব্যক্তিদের গ্রুপ গঠন এবং নিয়মিতভাবে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের রিট্রিট আয়োজনে গুরুত্ব দেন। প্রতি বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট আয়োজনে সম্মত হন।

ড. মোমেন বিমসটেকে আসিয়ান মানবিক সহায়তা কেন্দ্রের (এএইচএ) অনুরূপ প্রতিষ্ঠান তৈরির কথা তুলে ধরেন। মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তিনি ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রবর্তনের ওপর জোর দেন। এছাড়া মোমেন বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি সমাপ্তি, নার্সিং এবং পর্যটনের সর্বোত্তম অনুশীলনের ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রবৃদ্ধি ও উন্নয়ন টেকসই করতে বিমসটেক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা তৈরির কথাও বলেন। এছাড়া তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থান, মাদক ও মানব পাচার নিয়ে জোটের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটের সাইডলাইনে ড. মোমেন ভারত, থাইল্যান্ড, মিয়ানমার এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *