বাংলাদেশিদের সাফল্য বিশ্ব শান্তিরক্ষায় অব্যাহত থাকবে

0

ফাইল ফটো

জাপা প্রতিনিধি:

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ ২৯ মে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিশ্বের সব সদস্যদের অভিনন্দন জানান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। পাশাপাশি বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে গিয়ে যারা জীবন দিয়েছেন বিনম্র শ্রদ্ধায় তাদের আত্মার শান্তি কামনা করেছেন জাপা চেয়ারম্যান।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৮ সালে এক দূরদর্শী সিদ্ধান্তে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী পাঠান। দেশের তৎকালীন সব বিরোধীদল জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর বিরোধিতা করে হরতাল পালন করে। তখন হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সব বাধা উপেক্ষা করে জাতিসংঘে সৈন্য পাঠান।

তিনি আরও বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা পেশাদারিত্বের পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে একনিষ্ঠতা, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক আচরণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *