বন্যার পানিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

0

বৃহস্পতিবার,
৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
২২ আগস্ট ২০২৪ ইং

ডেস্ক নিউজ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে বন্ধ রয়েছে যান চলাচল। তবে ঢাকামুখী লেনে কিছু যান চলাচল করছে।

জানা গেছে, মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম গেট থেকে মামা ফকির আস্তানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে অনেককে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে।

সোনাপাহাড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সকালে অনেক বেশি পানি ছিল, এখন কিছুটা কম। এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। বৃষ্টি, পাহাড়ি ঢল ও আরশীনগর ফিউচার পার্ক নির্মাণের কারণে এমন হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, মহাসড়কে পানির কারণে যান চলাচল বন্ধ। পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *