বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথীও ছিলেন বঙ্গমাতা

0

oka-20190808100051

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথীও।

বৃহস্পতিবার বনানীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আনন্দ ও হাসি কান্নার মধ্য দিয়েই আজকের দিনটি উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামের সহযোগী ছিলেন।

আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *