ফ্রান্স ফুটবল থেকে পদত্যাগ থিয়েরি অঁরির
মঙ্গলবার,
৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
২০ আগস্ট ২০২৪ ইং
স্পোর্টস ডেস্ক:
ফুটবলে স্বর্ণ জয়ের লক্ষ্যে ঘরের মাঠে সব প্রস্তুতিই নিয়েছিরো ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার থিয়েরি অঁরিকে নিয়োগ দিয়েছিলো তাদের অলিম্পিক দলের কোচ হিসেবে।
কিন্তু প্যারিস অলিম্পিক ফুটবলের সোনা জিতে নেয় স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিক ফুটবলেও চ্যাম্পিয়ন হলো স্পেন। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফ্রান্সকে।
অলিম্পিক ফুটবলে দলকে স্বর্ণ পদক উপহার দিতে না পারায় ফ্রান্স ফুটবল থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন থিয়েরি অঁরি। এ খবর নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
তবে পদত্যাগ পত্রে থিয়েরি অঁরি দব্যক্তিগত কারণ‘ দেখিয়েছেন। তিনি বলেন, দআমি ধন্যবাদ জানাতে চাই এফএফএফ এবং ফিলিপ দিয়ালোকে (এফএফএফ সভাপতি), আমাকে এতবড় একটি সুযোগ দেয়ার জন্য। অলিম্পিক ফুটবলে রৌপ্য পদক জয় অবশ্যই আমার ক্যারিয়ারে সেরা অর্জনগুলোর একটি হয়ে থাকবে।‘
দআমি সত্যিই ফেডারেশনের প্রতি কৃতজ্ঞ। এছাড়া প্রতিটি খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারি এবং সমর্থক, যারা আমাকে দুর্দান্ত একটি অভিজ্ঞতা নেয়ার সাহস জুগিয়েছে।‘