ফকির আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট:

গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি তার বিদেহী আত্মার শান্তি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে এক শোক বার্তায় মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর তার গানের মধ্যদিয়ে এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *