প্রিন্স পুনরায় বিএনপির দফতরের দায়িত্বে
বিএনপি প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে আবারও বিএনপির দফতরের দায়িত্ব পেলেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রিজভী এখন করোনা আক্রান্ত হওয়ায় তাকে আরও বেশ কিছুদিন চিকিৎসাধীন ও বিশ্রামে থাকতে হবে।
শুক্রবার (১৯ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত একটি চিঠি প্রিন্সের হাতে তুলে দেন বলে জানিয়েছেন প্রিন্স নিজেই।
চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে। শনিবার (২০ মার্চ) দলীয় কার্যালয়ে অফিস করেছেন প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স এর আগে দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।