প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই : সমাজকল্যাণ মন্ত্রী
দিনবদল নিউজ ডেস্কঃ
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীরা যতই আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যাচার করুক, এ দেশের ১৭ কোটি মানুষ অনুধাবন করতে পেরেছে এদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত ‘এডমিনেস্ট্রেশন ও ম্যানেজমেন্ট’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মো. সাফায়েত হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার সুযোগ সৃষ্টি হবে।’ প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জনগণের সেবা প্রদান গতিশীল করার পাশাপাশি মন্ত্রণালয়ের ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষের আস্থা ও বিশ্বাস অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা গণমানুষের কাছে পৌঁছে দেয়া আপনাদের দায়িত্ব ও কর্তব্য। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সৈনিক হিসেবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সংবিধানে পিছিয়ে পড়া মানুষের অধিকারের বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করছেন।’জিটুপি’র আওতায় মোবাইল ব্যাংকিংয়ে সরাসরি ভাতা প্রদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভাতা প্রদানের কর্মসূচিগুলো বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। জিটুপি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রত্যাশানুযায়ী সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’