প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন ১৪ জানুয়ারি
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া ভাতা গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে চুক্তি করেছে সমাজসেবা অধিদপ্তর। আগামী ১৪ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এবং ৪ জেলা থেকে কার্যক্রম সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাগুলো জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর জন্য ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে সমাজসেবা অধিদফতরের আনুষ্ঠানিক চুক্তি হয়।