প্রথম মুসলিম হিজাবি নারী যুক্তরাষ্ট্রের পুলিশে
২৫ অক্টোবর, ২০২১ ইং,
০৯কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
বিশেষ প্রতিনিধি:
মাহা আয়েশ নামে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক আমেরিকান মুসলিম নারী যুক্তরাষ্ট্রের পুলিশে যোগ দিয়েছেন। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের বার্টলেট পুলিশ বিভাগের প্রথম মুসলিম ও প্রথম হিজাবি পুলিশ অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। খবর ডেইলি হ্যারাল্ড’র।
খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে মাহা আয়েশ দেশটির বার্টলেট পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি প্রথা ভেঙে হিজাব পরেই পুলিশের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফরেনসিক থেরাপিস্ট কেনে কাউন্টি জেলে বন্দিদের মূল্যায়নকারী ও কিশোর অপরাধীদের বিচারে লিয়াঁজো হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে ৩১ বছর বয়সী আয়েশ বলেন, ‘আমি ইলিনয়ের প্রথম হিজাবি অফিসার। আমার বড় অনুপ্রেরণার মধ্যে ছিল আমি সত্যিই সাংস্কৃতিক বাধাকে চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যার সঙ্গে মানুষ এ ধরনের কাজে অভ্যস্ত নয়।’ একজন পুলিশ সদস্য হিসেবে তিনি শুধু মুসলিম জনগোষ্ঠীকে নয়, বরং সাংস্কৃতিক পরিষেবা প্রদান করে পুলিশ বিভাগকে তিনি নানাভাবে সহায়তা করবেন।