পাহাড় কাটায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় রাঙা পাহাড় কেটে নিশ্চিহ্ন করার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার-ঘুমধুম রেললাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার বেলা দুইটার দিকে অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন খুলশীর কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দেন।
তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, হাসান ইন্টারন্যাশনাল কোম্পানি ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে যৌথভাবে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট আদালত পরিচালনার মাধ্যমে আদেশ দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ‘রেললাইন প্রকল্পের জন্য অনুমোদন না নিয়ে তমা কনস্ট্রাকশন এবং হাসান ইন্টারন্যাশনাল কোম্পানি ওই এলাকায় পাহাড় কেটেছে। লোহাগাড়ায় চুনতিতে দুটি পাহাড় নিশ্চিহ্ন করে ফেলেছে। এ জন্য রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ তাদের ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়।’
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে গত ১৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। পরে পাহাড় কাটার অভিযোগ এনে তমা কনস্ট্রাকশন, হাসান ইন্টারন্যাশনাল ও রেলওয়েকে নোটিশ দেওয়া হয়। হাসান ইন্টারন্যাশনাল তমা কনস্ট্রাকশনের উপঠিকাদার হিসেবে কাজ করছে। আজ শুনানি শেষে এই ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়।
অনুমোদনের চেয়ে বেশি পাহাড় কাটা হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তর অভিযোগ করে আসছে।